আহত সোহানকে হাসপাতালে নেওয়া হচ্ছে (ছবি: বাংলাবার্তা)
মেহেরপুরের শোলমারী সীমান্ত এলাকায় বোমা বিস্ফোরণে সোহান হোসেন (৪২) নামের এক কৃষক আহত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্বাস পাড়ার মাঠে কচুরিপানা পরিষ্কারের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও শোলমারী গ্রামের বাসিন্দা গোলাম মোহাম্মদ মতু জানান, সোহান পেশায় একজন কৃষক। সে মাঠে কচুরিপানা পরিষ্কার করার সময় কাচির কোপ লাগে বোমার উপর। এ সময় বোমা বিস্ফোরণে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাবার্তা/এসএ