রাস্তা ফাঁকা। ছবি : সংগৃহীত
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দিনকে কেন্দ্র করে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত সারাদেশে বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেছে। সাধারণ মানুষের উপস্থিতিও কম । তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান ।
সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রী। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন।
বাংলাবার্তা/এআর