সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী (ছবি: বাংলাবার্তা)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী বলেছেন, ‘দুর্নীতি সারা বিশ্বেই কম-বেশি থাকতে পারে। কিন্তু, আওয়ামী মার্কা দুর্নীতি পৃথিবীর আর কোথাও আছে বলে জানা নেই।‘
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘দুর্নীতি সারা বিশ্বেই আছে, শুধু বাংলাদেশকে অপবাদ দেওয়া হয়’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়াই রিজভী বলেন, ‘আপনাদের মন্ত্রীর দুর্নীতির টাকা ফেরত দিতে হয়। একটা বালিশের দাম ২৭ হাজার, বালিশের কাভারের দাম ২৮ হাজার, পর্দার দাম ৩৩ হাজার টাকা দেখানো হয়। করোনাকালেও চিকিৎসা সরঞ্জাম নিয়ে দুর্নীতি হয়। গভীর রাতে রেল মন্ত্রীর এপিএস ৭০ লাখ টাকাসহ হাতে-নাতে ধরা পড়েন। দুর্নীতির এ রকম লঙ্কাকাণ্ড পৃথিবীর কোথাও ঘটে না।’
আরও পড়ুন: বিএনপির ফ্রিস্টাইল কর্মসূচি সরকার মেনে নিবে না: ওবায়দুল কাদের
তিনি বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন চার হাজার কোটি টাকার দুর্নীতি কিছুই না। এখন ওবায়দুল কাদেরের কাছে আমার প্রশ্ন, কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে সেটিকে আওয়ামী পরিভাষায় দুর্নীতি হিসেবেগণ্য করা হবে? ওবায়দুল কাদেরের কথায় মনে হচ্ছে যে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।’
রিজভী বলেন, ‘টিআইবিকে বিএনপির দালাল বলা হচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতা-কর্মী কী কারণে কারাবন্দি, সেই কথাটি সাবলীলভাবে ফাঁস করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ওবায়দুল কাদের কখন ড. আব্দুর রাজ্জাককে বিএনপির দালাল বলবেন, সেটির জন্য জাতি অপেক্ষা করছে।’
বাংলাবার্তা/এসএ/এসকে