সাংবাদিকদের সাথে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)
বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, তাদের মাজা ভাঙা, আন্দোলনে জনগণকে সম্পূক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বিএনপি প্রসঙ্গে আরও বলেন, বিএনপিকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার চিন্তাও আওয়ামী লীগের নেই বলেও জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপিকে আরও ৫ বছর অপেক্ষা করতে হবে: কাদের
কাদের বলেন, সংসদে বিরোধীদল আছে, সতন্ত্রও আছে। তারা সরকারের সমালোচনা করতে পারবে। সংসদ কার্যকর হতে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানান তিনি।
নির্বাচন প্রতিহত করার প্রসঙ্গে কাদের বলেন, কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন বানচালের চেষ্টা করলে আমরা প্রতিরোধ করবো।
বাংলাবার্তা/এসএ