সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)
বিএনপির রাজনীতিতে মিথ্যাচার অপরিহার্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তাদের সাথে এখন জনগণ নেই, কর্মীরাও নেই। তাই কিছু না, কিছু বলে জনগণ ও কর্মীদের চাঙ্গা রাখতে হবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের সমালোচনার একটা অংশ ছিল। এরপরও এ সংকটে সিকিউরিটির মতো সেনসেটিভ ইস্যুকে নিমন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশগ্রহণ করা এটা বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে।
দ্রব্যমূল্য নিয়ে কাদের বলেন, কিছু কিছু জিনিসপত্রের দাম বেড়েছে ঠিক আবার কিছু জিনিসপত্রের দাম কমেছে। সরকার এ বিষয়ে এখনো উদাসীনতা দেখায়নি। সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করা হচ্ছে।
বাংলাবার্তা/এসএ