আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (ছবি: সংগৃহীত)
দেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। জনগণের ভোটাধিকার নেই দাবি করে বিএনপি নেতারা বলছেন জনগণের অধিকার নিশ্চিত করতে একদফার আন্দোলন চলবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।
আলোচনা সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা ঘটে। মাতৃভাষার চেতনাকে লালন করেই আমরা ৬৯, ৭০ পর্যন্ত এসেছিলাম। আমরা আওয়াজ তুলেছিলাম পাকিস্তানিদের বৈষম্য মানি না। সেদিন বাঙালি ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল বাঙালিরা পাকিস্তানিদের চায় না। তাদের বৈষম্য মানে না।
ড. আব্দুল মঈন খান বলেন, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি আজ ভূলুণ্ঠিত। এই সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। আমরা আন্দোলনের মাধ্যমেই এই দুইটি ফিরিয়ে আনবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
বাংলাবার্তা/এসএ