বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন (ছবি: সংগৃহীত)
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান বলে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, আগামী ৪ মাস তিনি কারও সাথে সাক্ষাৎ করতে পারবেন না। কোনো জনসমাগম স্থানে যেতে পারবেন না। যেহেতু ব্রেইন অপারেশন হয়েছে তাই ৪ থেকে ৬ মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বিএনপির এই নেতার পুরোপুরি সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান দলটির মিডিয়া সেলের এ সদস্য।
বাংলাবার্তা/এসএ