ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে টাস্কফোর্সের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশ থেকেও আমদানির সুযোগ তৈরি হয়েছে। রমজানের আগেই দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে, তাদেরকে প্রত্যাখান করার পরও তারা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেনি। জনগণের ওপর জগদ্দর পাথরের মতো চেপে বসেছে বিএনপি।
সরকারের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে মারা যায় না। গৃহহীন মানুষের জন্য সরকার ঘর করে দিয়েছে। গরিব অসহায়ের পাশে দাড়িয়েছে। বিএনপি নেতারা এসব চোখে দেখে না। গায়ের জোরে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বাংলাবার্তা/এসএ