ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)
মার্কিন প্রতিনিধিদের কাছে বিএনপি নালিশ করবে, আমরা চুপচাপ থাকবো, এমন তো হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে জনগণের কাছে না গিয়ে মার্কিন প্রতিনিধির কাছে নালিশ করতে চলে গেছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪ হাজার নেতাকর্মী জেলে আছে এমন দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আগে ৫০ হাজার নেতাকর্মী জেলে রয়েছে দাবি করছিল বিএনপি, এখন বলছে ৪ হাজার। তাহলে জেলে চোর-ডাকাতরাও কি বিএনপির নেতাকর্মী এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বাংলাবার্তা/এসএ