মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
ঢাকার বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে আগুন লাগার ঘটনায় গভীর শোক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ মার্চ) সকালে এক শোকবার্তায় মির্জা ফখরুল এ ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করে এ শোক প্রকাশ করেন।
এ পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরমধ্যে ৪১ জনের মরদেহ শনাক্ত হয়েছে। শনাক্ত হয়নি আরও ৫ জনের মরদেহ। পরিচয় নিশ্চিত হয়ে হস্তান্তর করা হয়েছে ৩৮টি মরদেহ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বাংলাবার্তা/এআর