সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস (ছবি: সংগৃহীত)
গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের এই অহিংস আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন সারা বাংলাদেশে চলবে।
শনিবার (৯ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই ভোটের অধিকারের আন্দোলন, বাকস্বাধীনতার আন্দোলন চলবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মির্জা আব্বাসসহ দলের অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে তিনি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। এর মধ্যে বিদ্যুৎ, গ্যাস এবং পানির দাম বাড়ানো হয়েছে। আমরা এটাই শুধু জনগণকে জানাতে চাই, আর কিছুই না।
২৮ অক্টোবর নিয়ে বিএনপির এ নেতারা আরও বলেন, ২৮ অক্টোবর পুলিশি হামলা ছিল সরকারের পূর্ব পরিকল্পনার অংশ। আমরা যেন নির্বাচনে অংশ নিতে না পারি, ক্ষমতায় আসতে না পারি।
বাংলাবার্তা/এসএ