ছবি : সংগৃহীত
আগামী ১৭ জুন দেশে পালিত হবে ঈদুল আজহা। আর ঈদ উপলক্ষে সড়কে কোনো যানজট নেই, তবে চাপ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গত রোজার ঈদে ফিরতি যাত্রায় দেশের বিভিন্ন স্থানে কিছু দুর্ঘটনা ঘটে, সেজন্য এবার আমরা আরও বেশি সতর্ক রয়েছি। কোরবানির ঈদে পশুবাহী গাড়ির কারণে সড়কে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। রাস্তায় যেনো যানজট তৈরি না হয় সেজন্য সবার সহযোগিতা দরকার।
আওয়ামী লীগের ভুল-ত্রুটি থাকলেও ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাজ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখায়নি। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার সাথে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও রিমান্ডে আনা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (০৭ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ বছরের কোরবানির ঈদ পালিত হবে আগামী ১৭ জুন (সোমবার)।
বাংলাবার্তা/এআর