আলেয়া সারোয়ার ডেইজি (সভাপতি), শারমিন সুলতানা লিলি (সাধারণ সম্পাদক)
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি আর সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুব মহিলা লীগের নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি সাবেক কমিটির সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র। আর নতুন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেত্রী।
অন্যদিকে যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন ফারজানা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক হয়েছেন নিলুফা রহমান। যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন লুৎফা আর সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান।
এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ প্রমুখ নেতৃবৃন্দ।