ছবি : সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় এখন নেতাকর্মী শূন্য। পার্টি অফিসের সামনে শনিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম টহল দিচ্ছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে রাখতে জাপা বড় ভূমিকা রেখেছে বলে অভিযোগ আছে। তাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিশোধ জাপার পূর্বনির্ধারিত আজকের সমাবেশ ঠেকানোর হুমকি দেয়। এই অবস্থায় গতকাল শুক্রবার রাতে (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ জাপার সমাবেশ স্থলে ও আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এর পর রাতেই জাপা তাদের সমাবেশ স্থগিত করে। পাশাপাশি ছাত্র অধিকার পরিশোধও তাদের অবস্থান থেকে সরে আসে।
ডিএমপি বলছে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জাপা অফিস ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়া নাগরিকদের জান-মালের নিরাপত্তা দিতে দুপুর ১২টার দিকে জাপার অফিসের সামনে আসে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি।
ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
বাংলাবার্তা/এমআর