ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলন দমাতে জুলাইয়ের ১৮ থেকে ২১ তারিখের মধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে গুলি করা পুলিশ সদস্যদের চিহ্নিত করার কাজ চলমান। এরইমধ্যে পুলিশের ৭৪৭ সদস্য চিহ্নিত হয়েছেন।
জানা গেছে, আন্দোলনে গুলি চালানো বেশির ভাগই পুলিশ কনস্টেবল। এ তালিকায় এএসপি পদমর্যাদার পুলিশ সদস্যও আছেন। গুলি চালানোর ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যাচাই ও বাছাই করছে।
ছাত্র-জনতার আন্দোলনকালে পুলিশ প্রাণঘাতী গুলি ব্যবহার করেছে। ৩৫৭ পুলিশ সদস্য অন্তত ৮ হাজার গুলি ছুড়েন। এতে বহু ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন এবং আহত হন।
বাংলাদেশে পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. ময়নুল ইসলাম শনিবার জানান, পুলিশ সদস্যদের মধ্যে যারা অতিরিক্ত বলপ্রয়োগ করেছেন তারা আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন।
জানা যায়, তালিকায় ৭৪৭ পুলিশ সদস্যের ৪৬৭ জনই কনস্টেবল, ১০৬ জন এএসআই, ১৫৭ জন এসআই, ২ পরিদর্শক ও ১ জন এএসপি। বাকিরা অন্য পদমর্যাদার।
বাংলাবার্তা/এমআর