ছবি : সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি করেছে বিএনপি। আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে র্যালি শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি র্যালির উদ্বোধন করেন। র্যালিতে কয়েখ লাখ লোকের সমাগম হয়।
এর আগে দলের কর্মসূচি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। এসম নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা।
দুপুর ১টায় সরেজমিনে নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা গেছে, দলীয় কার্যালয়ের সামনে সড়ক নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠে। অনেকের হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পাচ্ছিল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরমধ্যে বড় পরিসরে আজ র্যালি বের করবে হলো।
প্রসঙ্গত, আগের বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী মঞ্চ নির্মাণ তদারকি করছেন। তখন তিনি বলেছিলেন, এটা স্মরণকালের ঐতিহাসিক র্যালি হবে। আমাদের আগের কর্মসূচিগুলোতে নানা প্রতিবন্ধকতা থাকতো, যে কারণে নেতাকর্মীরা নির্বিঘ্নে তাতে যোগ দিতে পারতেন না। এবার সেই পরিস্থিতি নেই। আশা করছি, র্যালিতে লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করবে।
বাংলাবার্তা/এমআর