ছবি : সংগৃহীত
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে আজ রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই কর্মসূচি ঠেকাতে একই দিনে ওই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েতের ডাক দিয়েছে। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়ার হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারও।
এমন অবস্থায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে। জিরো পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
বর্তমানে জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের লোকের ব্যাপক উপস্থিতি রয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ বা দলটির কোনো অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?’
আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বলছেন, আপনাদের সঙ্গে নাকি দেশের জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেলো? আপনারা সবাই পালালেন কেন? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।’
বাংলাবার্তা/এআর