ছবি : সংগৃহীত
রাজধানীর জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এবং আশপাশ এলাকায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি-ছাত্রদল, অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ জনতা। তাদের স্লোগানে প্রকম্পিত জিরো পয়েন্ট এলাকা। কিন্তু দেখা নেই আওয়ামী লীগের।
রোববার (১০ নভেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া আওয়ামী লীগের কারও দেখা পাওয়া যায়নি।
স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি চলছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তাদের কর্মসূচি শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে।
এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত হয়েছেন। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, গণপরিবহন চলাচল রয়েছে। তবে বেশ যানজট রয়েছে। পুরো এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। জিরো পয়েন্ট এলাকায় একটি জলকামান এবং এপিসি প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীদের এখানে দেখা যায়নি।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে আজ বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই কর্মসূচি ঠেকাতে একই দিনে ওই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েতের ডাক দিয়েছে। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়ার হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারও।
এমন অবস্থায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে। জিরো পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
বাংলাবার্তা/এমআর