ছবি : সংগৃহীত
প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের মূলহোতা (শেখ হাসিনা) ভারতে অবস্থান রয়েছেন। আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এটি বলতে আমার কোনও দ্বিধা নেই। আমি মনে করি, এই বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে।’
আজ বুধবার (১৩ নভেম্বর) মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে সংবাদমাধ্যমের কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমি ফেসবুক দেখি না। আমি সোশ্যাল মিডিয়াতে ইলিটারেটর। তবে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজ সম্ভব, ভয়ঙ্কর কাজও সম্ভব। বর্তমানে ফেসবুকে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। আমরা বিভক্তিটা দূর করে ঐক্যবদ্ধ থাকতে চাই। মতাদর্শ ভিন্ন থাকতে পারে, সেটি ভিন্ন কথা। দেশের মানুষের এ বিষয়ে খেয়াল থাকতে হবে। সেই ঐক্যটা আমরা রাখতে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না। ১৭ বছরে যে ঝঞ্ঝা তৈরি হয়েছে সেটা সরাতে একটু সময় লাগবে। এ জন্য একটু সময় দিতে হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রত্যেকটা সেক্টরে হাত দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার করবে।
বাংলাবার্তা/এমআর