ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব পাওয়া নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ‘তিনি বলেন, সরকারে বিতর্কিত ব্যক্তিরা দায়িত্ব পাবে তা হতে পারে না।’
সংশ্লিষ্টদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ‘বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কারণে যেন নির্বাচন বিলম্বিত না হয়; সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।’
আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে নানান ষড়যন্ত্র চলমান রয়েছে।
এদিকে সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিবাদের মূলহোতা (শেখ হাসিনা) ভারতে অবস্থান রয়েছেন। আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এটি বলতে আমার কোনও দ্বিধা নেই। আমি মনে করি, এই বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমি ফেসবুক দেখি না। আমি সোশ্যাল মিডিয়াতে ইলিটারেটর। তবে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজ সম্ভব, ভয়ঙ্কর কাজও সম্ভব। বর্তমানে ফেসবুকে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন।’
বাংলাবার্তা/এমআর