ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যদি নিজেদের ঘরেই বিভাজন থেকে, তবে কোনও কিছুই করা সম্ভব নয়।’
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ধর্ম নিয়ে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। আমি উদ্বিগ্ন। মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করলাম, তা পুড়িয়ে দেওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় হওয়া ‘উন্মাদনা’ দেখেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘৩ মাসেই আমাদের আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। ব্যক্তিগতভাবেও এমন বাংলাদেশ চাই না।’
কেন এত ভয়াবহ অস্থিরতা প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিন মাসও যায়নি, রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা, রক্তপাত হচ্ছে, জ্বালাও-পোড়াও চলছে। কেন অস্থিরতা? সমস্যাটা কোথায়? আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে। বারবার উঠবে, আবার পড়ে যাবে হিংসার কারণে?
বাংলাবার্তা/এমআর