ছবি : সংগৃহীত
বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করতে যাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্য গেলেন মির্জা ফখরুল।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার স্ত্রী রাহাত আরা বেগমও লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। তারা সেখানে ১০ দিন অবস্থান করবেন।
সূত্র বলছে, বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় কাজে লন্ডনে গেলেন দলটির মহাসচিব। তাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপি প্রস্তুতি সভা করেছে। তার সম্মানে সেখানে কয়েকটি কর্মসূচি রাখা হয়েছে।
বিএনপির সূত্র বলছে, দেশের বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ৪টি ইস্যুতে লন্ডন গেলেন মির্জা ফখরুল। এগুলো হলো- দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন, সকল দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা।
বাংলাবার্তা/এমআর