ছবি : সংগৃহীত
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘আওয়ামী আমলে ন্যায় বিচার হয়নি; এবার হয়েছে। জোর করে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে তারেক রহমান ও অন্যদের দণ্ড দিতে চেয়েছিল হাসিনা সরকার।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হজম করতে পাড়ছে না ভারত সরকার। দেশটি বাংলাদেশকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে। ভারত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে খারাপ করতে দেশটি উঠে পড়ে লেগেছে।’
প্রসঙ্গত, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি খালাস পেয়েছেন।
আজ মামলার বিচারিক আদালতের রায় বাতিল করে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার বিচার অবৈধ ছিল জানিয়েছেন আদালত।
২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের রায় ঘোষণার দিন আজ ঠিক করা ছিল।
২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখ এই মামলায় বিএনপি-জামায়াত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন বিচারিক আদালত।
বাংলাবার্তা/এমআর