ছবি : সংগৃহীত
কবর থেকে তোলা লাশটি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর। ডিএনএ টেস্টে হারিছ চৌধুরীর পরিবারের সঙ্গে মিল পাওয়া গেছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি জানিয়েছেন।
আদালত সূত্র জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডিএনএ প্রতিবেদন আজ আদালতের দাখিল করা হয়। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নিশ্চিত হয়েছেন যে, কবর থেকে তোলা লাশটি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীরই। আদালত লাশটি বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় আবারও দাফনের নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে তার পরিবারে পছন্দমতো কবরস্থান বেছে নিতে বলা হয়েছে।
হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার মাহদীন চৌধুরী আদালতে আবেদনের পক্ষে ছিলেন।
গত ৫ সেপ্টেম্বর রাজধানীর অদূরে সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থান থেকে হারিছ চৌধুরীর লাশ তোলা হয়। হাইকোর্টের আদেশে ডিএনএ টেস্ট করা লাশটি তোলা হয়েছিল। ওই কবরে হারিছ চৌধুরীকে মাহমুদুর রহমান নামে দাফন করা হয়েছিল।
ব্যারিস্টার সামিরা তানজিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট লাশ তোলার আদেশ দিয়েছিলেন।
বাংলাবার্তা/এমআর