ছবি : সংগৃহীত
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের পদযাত্রা ও স্মারকলিপি দেওয়া কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।
আজ রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামপুরায় ব্যারিকেড দিয়ে কর্মসূচিটি আটকে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়েছিল।
কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা স্লোগান তুলেন- ‘দিল্লি... না... ঢাকা..., ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন..., রুখে দাঁড়াও জনগণ...’, ‘এক জাতি এক দেশ..., বাংলাদেশ বাংলাদেশ...’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ..., শেষ হয়নি যুদ্ধ...’ ‘সার্বভৌমত্বের প্রশ্নে আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়...’। অনেকের হাতে ব্যানার ও প্লেকার্ড ছিল।
পদযাত্রায় বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মী অংশ নিয়েছেন।
বাংলাবার্তা/এমআর