ছবি : সংগৃহীত
বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল। ২০ হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার আয়োজনে লন্ডনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পনেরো বছরে বিএনপির সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে। আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। একটা করে মামলার ২ হাজার, ৩ হাজার জন আসামি। এমনকি ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের কর্মীরাও বাদ যায়নি এ মামলার হয়রানি থেকে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ২০ হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এখনো গুম হওয়া অনেক নেতাকর্মীর খোঁজও পাওয়া যায়নি। তারপরেও আমার লড়াই করেছি, সংগ্রাম করেছি। এমন কোনো বছর পার করিনি যে আমাদের জেলে যেতে হয়নি।’
বাংলাবার্তা/এমআর