ছবি : সংগৃহীত
গণহত্যায় জড়িতদের বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সাথে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল। তাদের কাউকে বিএনপিতে নেয়া হবেনা। ’
এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,সহ-সভাপতি আতাউর রহমান সহ অন্যান্য নেতারা।
বাংলাবার্তা/এমআর