ছবি : সংগৃহীত
জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য সরকার এখনো বড় কিছু করেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার পল্টনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে জুলাই বিপ্লবে আহতদের স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনে প্রায় ৫০০ মানুষ চোখ হারিয়েছেন। তাদের জীবনের আলো নিভে গেছে। আমরা সরকারকে তাৎক্ষণিক বলেছিলাম, আহতদের চিকিৎসায় অগ্রাধিকার দিন। সরকার তখন বলেছিল, তাদের চিকিৎসা নিশ্চিত করবে দেশে এবং বিদেশে। কিন্তু আমার জানা মতে, দেশে কিছু চিকিৎসা দিলেও এটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে সরকার এখনো বড় কিছু করতে পারেনি।’
তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের জন্য একটি সংগঠন করি। শুরু থেকেই দেশজুড়ে আমাদের অগ্রাধিকার ছিল আহত ও শহীদ পরিবারের প্রতি। আলহামদুলিল্লাহ, আমাদের সবগুলো শাখা তাদের সামার্থ্য অনুযায়ী দিয়েছে।’
শহীদদের দলীয়ভাবে ভাগ না করার অনুরোধ জানিয়ে ড. শফিক আরও বলেন, ‘শহীদরা জাতীয় সম্পদ। তাদের কাছে আমরা ঋণী। তাদেরকে দলীয়ভাবে ভাগ করবেন না।’
বাংলাবার্তা/এমআর