
সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রস্তাবের কপি তাদের হাতে এসেছে এবং দলীয়ভাবে এটি পর্যালোচনা করে মতামত জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে গণ অধিকার পরিষদের আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তবে এই আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তিনি সতর্ক করে বলেন, কিছু দল বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকার দ্রুত রোডম্যাপ ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বাংলাবার্তা/এমএইচ