
ফাইল ছবি
মাগুরায় নির্যাতনের শিকার হয়ে সিএমএইচে মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে। আজ রবিবার, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে জানান, মাগুরার শ্রীপুরের সোনাইকুণ্ডীতে জানাজা শেষে দাফনের পর পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমির ডা. শফিকুর রহমানের পোস্টে বলা হয়েছে, "মাগুরার শিশু আছিয়ার পরিবার একদম অসহায়। পরিবারে কোনো পুরুষের উপস্থিতি নেই, আর তার পিতাও একজন মানসিক রোগী। মানবিক দৃষ্টিতে এই অসহায় পরিবারকে সাহায্য করার জন্য এবং তাদের দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান আল্লাহর ওপর ভরসা করে এই দায়িত্ব ইনশাআল্লাহ গ্রহণ করছি।"
তিনি আরও উল্লেখ করেন, "এই বিষয়ে ইতোমধ্যে মজলুম পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, দোয়ার মাধ্যমে আমাদের তাওফিক প্রদান করুন যেন আমরা সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারি। আমিন।"
গত বৃহস্পতিবার (১২ মার্চ) মারা যাওয়ার পর, মাগুরার শ্রীপুরের সোনাইকুণ্ডীতে শিশুটির জানাজা শেষ করে দাফন করা হয়।
বাংলাবার্তা/এমএইচ