
সংগৃহীত
সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় সব সংস্কারের দিকনির্দেশনা রয়েছে, তাই বিলম্ব না করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।
সোমবার (১৭ মার্চ) নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে। দেশে বিনিয়োগ স্থবির হয়ে আছে, উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হচ্ছে। জবাবদিহিতার অভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।”
নির্বাচনের দাবি ও সরকারের সমালোচনা
তিনি আরও বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। অগণতান্ত্রিক সরকারের হাতে দেশ নিরাপদ নয়।”
খাজুরা ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী এবং সাইফুল ইসলাম আফতাফ।
বিএনপির নিরবচ্ছিন্ন আন্দোলনের প্রত্যয়
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলবে। জনগণের অধিকার রক্ষা করতে বিএনপি সব ধরনের আন্দোলন চালিয়ে যাবে।”
বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিদের ক্ষমতায় আনা এখন সময়ের দাবি।”
বিএনপির দাবি, সরকার সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা মেনে নেওয়া হবে না। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা।
বাংলাবার্তা/এমএইচ