
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন কোনো কুচক্রী মহলের প্রভাবে ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, যদি এমন সমর্থন ভঙ্গ হয়, তবে দেশের জনগণ দুর্ভোগে পড়বে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, “ড. ইউনুসকে অযোগ্য মনে করার কোনো কারণ নেই। গণঅভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করা হয়েছে, এবং তার প্রতি আমাদের আস্থা ও সমর্থন থাকবে। এই সমর্থন যদি কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল হয়ে যায়, তাহলে দেশের জনগণ দুর্ভোগে পড়বে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “ক্ষুদ্র সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। মানুষ তাদের ভোট তাদের ইচ্ছামতো, দিনের ভোট দিনে দেবে।”
প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে ফারুক বলেন, “যারা আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করে, তাদের দিকে আঙ্গুল তুলে বলছি, ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে। তারা বাংলাদেশকে গণতন্ত্রহীন করার পথ খুলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে ভারত আমাদের আশ্রয় দিয়েছিল, সেটা আমরা স্বীকার করি, কিন্তু ভারতের অবৈধ শাসন এবং শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার মাধ্যমে ১৮ কোটি মানুষের ওপর অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা ভারতকে সমর্থন দিতে পারি না।”
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গণঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।
বাংলাবার্তা/এমএইচ