
সংগৃহীত
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘নির্বাচন করার জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি, তবে এই নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। কারণ, গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা তার মৌলিক সংস্কার সম্ভব নয়।’
গত বৃহস্পতিবার বরিশালের ক্লাব রোডে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। সভায় নাহিদ ইসলাম আরো বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছেন, কিন্তু আমাদের মতে, ন্যূনতম সংস্কার কোনো সমাধান নয়। বর্তমান সরকারের অধীনে সংস্কারের ভিত্তি স্থাপন করা উচিত।’
তিনি জাতীয় ঐক্যের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বারা যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে আমরা অটুট রাখবো। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপস করবো না যারা গণঅভ্যুত্থানের আদর্শ থেকে সরে যাবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিবাদীরা পরাজিত হলেও, তাদের পুরোনো দৃষ্টিভঙ্গি এখনও অনেক রাজনৈতিক দলের চিন্তাধারায় রয়েছে। আমরা নতুন পদ্ধতি গ্রহণ করতে চাই, একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই।’
তিনি উল্লেখ করেন, ‘যারা পরিবর্তন চাননি, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। যারা পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারবেন না, তারা হারিয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, যেখানে পুরোনো রাজনীতির স্থান নেই।’
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান।
এরপর, নাহিদ ইসলাম পটুয়াখালীতে এক ভুক্তভোগী ছাত্রীর পরিবারের খোঁজ নিতে সেখানে যান। ওই ছাত্রীর পরিবার অভিযোগ করেছেন যে, তার মেয়ে গত মঙ্গলবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। নাহিদ ইসলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বিকালে বরিশালে ফিরে মতবিনিময় সভায় যোগ দেন।
এভাবেই নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি জনগণের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের লক্ষ্যে দৃঢ় অবস্থানে রয়েছে, এবং দেশের সংস্কারের জন্য তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
বাংলাবার্তা/এমএইচ