
ফাইল ছবি
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছিলেন বলে জানা গেলেও, সাম্প্রতিক কূটনৈতিক সূত্রগুলো বলছে তার বর্তমান অবস্থান অনিশ্চিত।
দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে?
কূটনৈতিক মহলের মতে, দিল্লি সরকার শেখ হাসিনাকে সেখানে রেখে স্বস্তি পাচ্ছে না। ফলে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, তবে নতুন অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
কিছু সূত্র দাবি করছে, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের নিরাপদ স্থানে তাকে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
রাজনৈতিক আশ্রয়ে জটিলতা
ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে সংযত থাকলেও, কিছু প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট না থাকলেও ভারত সরকার সাময়িকভাবে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তবে দিল্লি তাকে স্থায়ী রাজনৈতিক আশ্রয় দিতে চায় না এবং তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করছে।
যুক্তরাজ্য যেতে চেয়েছিলেন, লন্ডনের অনীহা
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে চেয়েছিলেন, কিন্তু লন্ডন সরকার তা নাকচ করে। ফলে তার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও আশ্রয় নিয়ে কূটনৈতিক মহলে জটিলতা বাড়ছে। এখন দেখার বিষয়, তিনি শেষ পর্যন্ত কোন দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে পারেন।
বাংলাবার্তা/এমএইচ