
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোটাধিকার বয়স ১৬ বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার সুপারিশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) রাজধানীর রূপায়ন সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সংস্কার প্রস্তাব পেশের প্রস্তুতি
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এনসিপি তাদের সংস্কার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেবে। এই প্রস্তাবে ১৬ বছর বয়স থেকে ভোটাধিকার দেওয়ার পাশাপাশি সংসদ সদস্য নির্বাচনের ন্যূনতম বয়স ২৩ বছর করার সুপারিশ থাকবে।
জেন–জির সম্পৃক্ততা ও ভোটাধিকার
এনসিপির নেতারা বলেন, "বিশ্বের অনেক দেশেই ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার দেওয়া হয়। এবারের রাজনৈতিক আন্দোলনে তরুণ প্রজন্মের (‘জেন–জি’) ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারা ১৮ বছরের কম হওয়ায় ভোট দিতে পারবে না, যা আমরা অযৌক্তিক মনে করি।"
সংসদে প্রার্থিতার বয়স ২৩ করার প্রস্তাব
বর্তমানে সংসদ নির্বাচনে প্রার্থিতার ন্যূনতম বয়স ২৫ বছর হলেও সংবিধান সংস্কার কমিশন তা ২১ বছর করার সুপারিশ করেছে। তবে এনসিপি মনে করে, এটি আরও পরিপক্ব করার জন্য ২৩ বছর করা উচিত।
নতুন সংবিধানের আহ্বান
সংবাদ সম্মেলনে সারোয়ার তুষার বলেন, "বাহাত্তরের সংবিধান অভ্যুত্থানের পরে কার্যকর নেই। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান রচনা করা উচিত। যদি তা সম্ভব না হয়, তবে নির্বাচিত সংসদকে গণপরিষদের ভূমিকায় রাখতে হবে।"
সংবিধান সংস্কার ও আলোচনা
এনসিপি জানায়, রবিবার দুপুর ২টায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে। পরে ঈদের পর ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা হবে। ইতোমধ্যে কমিশন অন্যান্য দলগুলোর প্রস্তাব পর্যালোচনা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির সদস্য মনিরা শারমিন, জাবেদ রাসিন, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন উপস্থিত ছিলেন।
এনসিপি মনে করে, এই সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে তরুণদের মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণ আরও সুসংহত হবে।
বাংলাবার্তা/এমএইচ