
ফাইল ছবি
সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্নই ওঠে না, বরং এ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নির্বাচনের সময় নির্ধারণ করার পক্ষে মতও দেন।
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধের কথা জানিয়ে সারজিস আলম বলেন, “সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যার ওপর দেশের মানুষের আস্থা রয়েছে। আমরা এই শ্রদ্ধাবোধ ধরে রাখতে চাই। সেনাবাহিনী অতীতেও জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। সাম্প্রতিক কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা সত্য নয়।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর বিরোধের সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ সৃষ্টির কোনো অবকাশ নেই। সেনাবাহিনী কখনোই জনগণের প্রতিপক্ষ নয়।"
আলোচনা-সমালোচনার সুযোগ থাকলেও মুখোমুখি অবস্থানের নয় জানিয়ে সারজিস আলম বলেন, “যেকোনো প্রতিষ্ঠানের বিষয়ে মতামত দেওয়া যেতে পারে, যৌক্তিক আলোচনা ও সমালোচনার সুযোগ সবসময় আছে। তবে যারা গণতান্ত্রিক শক্তি হিসেবে কাজ করছে, তারা কখনোই সেনাবাহিনীর বিপরীতে দাঁড়াবে না।”
তিনি জোর দিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর উচিত কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকা।
বাংলাবার্তা/এমএইচ