
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের গণঅভ্যুত্থান ও জনগণের রক্তদানের উদ্দেশ্য ছিল কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন। কিন্তু এখন অনেকে সংস্কারের আলোচনা পাশ কাটিয়ে সরাসরি নির্বাচনের দিকে যেতে চাইছেন। তিনি সতর্ক করে বলেন, যদি প্রকৃত পরিবর্তন না আসে, তাহলে এত মানুষ কেন আন্দোলন করেছিল? রাষ্ট্রের সংস্কার ও মৌলিক পরিবর্তন অবশ্যই হওয়া দরকার।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায় বিজয় সৌধ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, "গত ১৫ বছরে যে অন্যায়, নিপীড়ন ও নির্যাতন হয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার না করেই যদি আমরা নির্বাচনের পথে এগোই, তাহলে পরবর্তী সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের দ্রুত সংস্কার ও বিচারের দিকে নজর দিতে হবে।"
নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা দেখতে পাচ্ছি, সংস্কার নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া হচ্ছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আসুন, আমরা সবাই সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ হই।"
জুলাই অভ্যুত্থানে সিরাজগঞ্জবাসীর ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, সদস্য সচিব মেহেদী হাসান, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এমএইচ