
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে কোনো অপশক্তি শান্তি বিঘ্নিত করতে না পারে।
সোমবার (৩১ মার্চ) লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "বাংলাদেশের জনগণ এবার এমন একটি ঈদ উদযাপন করছে, যেখানে তারা স্বৈরাচার থেকে মুক্ত হয়ে নিজেদের অধিকার ফিরে পেয়েছে।"
তিনি আরও বলেন, “আমাদের অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। জনগণের সচেতনতা ও ঐক্যই পারে এসব অপচেষ্টা রুখে দিতে।"
তারেক রহমান দেশবাসীকে উৎসবের আনন্দ গরিব-দুঃখীদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান এবং পরিবহন শ্রমিকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে অনুরোধ করেন। একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে ঈদের সময় আরও সতর্ক থাকার পরামর্শ দেন।
বাংলাবার্তা/এমএইচ