
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে শহিদদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে তিনি শহিদ পরিবারের সদস্যদের বাসায় যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকালে শহিদ ফারহানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার মা-বাবার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এছাড়া, শহিদ সাইফুল্লাহ মো. মাসুম ও হাফেজ শিপনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ:
শাহরিয়ার খান আনাস: বিকেলে শহিদ দশম শ্রেণির ছাত্র আনাসের পরিবারের সঙ্গে ঈদ কেটেছেন জামায়াত আমির।
শিশু জাবির ইব্রাহিম: ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ছয় বছরের শিশুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।
রানা তালুকদার: শহিদ পিকআপ ভ্যানচালকের স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করেন জামায়াত আমির।
মীর মুগ্ধ: আন্দোলনে পানি বিতরণের সময় শহিদ হওয়া মুগ্ধর পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাতের সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরীর নেতারা এবং স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এমএইচ