
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বাংলাদেশকে কলঙ্কিত করতে ‘পরাজিত শক্তি’ মিথ্যা তথ্য ছড়িয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। তিনি দাবি করেন, এই প্রতিবেদন প্রকাশের জন্য অবৈধ টাকা ব্যবহার করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। দলটির ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সাম্প্রতিক নিবন্ধটিও তারই অংশ।’’
রিজভী আরও বলেন, ‘‘বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। এ বিষয়ে দ্রুত সংস্কার না হলে ষড়যন্ত্র আরও গভীর হবে।’’
সম্প্রতি নিউইয়র্ক টাইমসে ‘বাংলাদেশ নিজেকে পুনরুজ্জীবিত করছে, ইসলামী কট্টরপন্থীরা একটি উন্মোচন দেখছে’ শীর্ষক নিবন্ধ প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান এবং চরমপন্থী গোষ্ঠীর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। রিজভী এই প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘এটি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’’
বাংলাবার্তা/এমএইচ