
ছবি: সংগৃহীত
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলের নেতাকর্মীদের বিপদে ফেলতে উসকানি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ফোনালাপে আওয়ামী লীগ নেতাদের সাথে কথোপকথনে তিনি কেন্দ্রীয় কার্যালয় উদ্ধার করার জন্য নেতাকর্মীদের মাঠে নামতে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার এই নির্দেশনায় ক্ষুব্ধ অনেক আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে ফোনে বলেন, "যে কোনো মূল্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্ধার করতে হবে"। এই নির্দেশে তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে বলেছেন এবং তীব্র হামলা প্রতিরোধের প্রস্তুতি নিতে উসকানি দিয়েছেন। এমনকি, তিনি বলেছেন, “কোনো হামলা হলে পালটা হামলা চালাতে হবে এবং তাদের চরম শিক্ষা দিতে হবে।”
এদিকে, দলের অভ্যন্তরে অনেক নেতাকর্মী এই ধরনের উসকানির জন্য ক্ষুব্ধ। অনেকেই বলছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বিদেশে নিরাপদ অবস্থানে থেকে দেশের নেতাকর্মীদের বিপদে ফেলে তাদের নতুন করে মাঠে নামতে উসকানি দিচ্ছেন। তাদের মতে, এই উসকানির মাধ্যমে শেখ হাসিনা শুধু নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছেন, তবে সাধারণ নেতাকর্মীরা এখন তার এই পরিস্থিতির সমালোচনা করছেন।
এমনকি, গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হকও মন্তব্য করেছেন, “শেখ হাসিনা এবং তার পরিবার দেশের বাইরে নিরাপদে বসে থাকলেও দেশের নেতাকর্মীরা বিপদের মধ্যে পড়ছেন।” তিনি বলেন, “এত বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা দেখাচ্ছে না, বরং তারা এখনও নিজেদের শাসনকে গ্লোরিফাই করছে।”
বাংলাবার্তা/এমএইচ