
ফাইল ছবি
বিএনপি এবার পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দীর্ঘ ১৬ বছর পর, স্বৈরাচারী শাসনের পতনের পর বিএনপি এবার স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এবার দলের জন্য এটি একটি বিশেষ দিন, কারণ এই বছর তারা জনগণের মাঝে নিজস্ব সংস্কৃতির আনন্দ ভাগাভাগি করার জন্য নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। দলের নেতারা জানিয়েছেন, পহেলা বৈশাখে পুরো দেশে বড় ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হবে, যেখানে বিশেষভাবে বৈশাখী র্যালি, পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ মেলা, লোকজ গান, হাডুডু খেলা সহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন থাকবে। দলটি জানিয়েছে, সারা দেশের মহানগর, জেলা এবং উপজেলা পর্যায়ে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে।
তবে এই সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি বিএনপি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছে। দলের স্থায়ী কমিটির বৈঠকে, যার সভাপতিত্ব করেন ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বর্তমান নির্বাচনী পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার ইস্যু এবং সরকার বিরোধী নানা বিষয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের লক্ষ্য জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং সরকারকে বাধ্য করা যাতে নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন হয়।
এছাড়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর, তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আবারও আলোচনা করবে। দলের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে, সরকার আগামী নির্বাচনটি দীর্ঘায়িত করতে পারে, আর তাই বিএনপি এখন সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, দলের পক্ষ থেকে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিএনপি বলেছে, তাদের সংগঠন শিগগিরই ঢাকায় বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে, যেখানে তারা ফিলিস্তিনে চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদ জানাবে। দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে এই ইস্যুতে কর্মসূচি পালন করছে, এবার বিএনপি কেন্দ্রীয়ভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।
বাংলাবার্তা/এমএইচ