
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ চারটি গুরুত্বপূর্ণ শর্তে ঐকমত্যে পৌঁছেছে।
বুধবার সকালে বাংলামোটরে এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ আওয়ামী লীগের বিচারসহ চারটি শর্তে একমত হয়।
শর্তগুলো হলো—
১. গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার,
২. বিচার না হওয়া পর্যন্ত দলটির নিবন্ধন বাতিল ও সব কার্যক্রম স্থগিত,
৩. নির্বাচনের আগেই বিচারের পদক্ষেপ দৃশ্যমান করা,
৪. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা।
সূত্র বলছে, এসব শর্ত মানা হলে নির্বাচন ২০২৭ সালের দিকেও যেতে পারে।
বৈঠকে হেফাজতের পক্ষে ছিলেন মহাসচিব সাজেদুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতারা, এবং এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতারা।
বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, চারটি শর্তেই পূর্ণ ঐকমত্য হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ