
ছবি: সংগৃহীত
রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত পহেলা বৈশাখের এক উৎসবমুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক দৃঢ় রাজনৈতিক বার্তা দেন—দেশবাসী আর অপেক্ষা করতে চায় না, তারা বাস্তবে দেখতে চায় কাঠামোগত সংস্কার, ন্যায়বিচার ও গণপরিষদ গঠনের কার্যক্রম।
সোমবার বিকেলে দলের আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল নিছক নববর্ষ উদযাপন নয়, বরং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক বার্তাবাহী মিলনমেলা, যেখানে নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকারের কাছে বিচার ও কাঠামোগত সংস্কারের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোকে কেন্দ্র করে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়।”
নাহিদ আরও বলেন, নাগরিক পার্টি এই মুহূর্তে তিনটি বিষয়কে রাজনৈতিক কর্মসূচির মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করছে—বিচার, কাঠামোগত সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। এই প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতা নয়, দ্রুত বাস্তবায়নযোগ্য একটি রূপ দেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, “এটা জনগণের ন্যায্য দাবি, তারা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, সেই পরিবর্তনের প্রমাণ চায় বাস্তবে—প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন। আমরা দেখতে চাই ন্যায়বিচারের পথে স্পষ্ট অগ্রগতি, দেখতে চাই রাষ্ট্রের কাঠামোগত পুনর্বিন্যাস।”
নাহিদের এই বক্তব্যটি এমন সময় এলো, যখন দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত এবং পরিবর্তনের দাবিতে নতুন করে ঢেউ উঠছে। বিশেষ করে জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এনসিপির মতো বিকল্পধারার দলগুলো যখন গণতান্ত্রিক রূপরেখা নির্ধারণে সক্রিয় হয়েছে, তখন তাদের এই দাবি বিশেষ তাৎপর্য বহন করে।
বাংলাবার্তা/এমএইচ