
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানাতে এবং নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির নীতিনির্ধারণী ফোরাম থেকে জানানো হয়েছে, এই বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কর্মকৌশল, নির্বাচনকালীন পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে। পাশাপাশি, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশে সরকারের ওপর চাপ প্রয়োগ করাও থাকবে আলোচনার কেন্দ্রে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই আগামী জাতীয় নির্বাচন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হোক, সেটা হবে ডিসেম্বরের আগেই। এই বিষয়টি আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে জানাবো এবং অনুরোধ করবো তিনি যেন জাতির সামনে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে দেশের রাজনীতিতে একটা অনিশ্চয়তা এবং সংশয়ের পরিবেশ বিরাজ করছে। কেউ জানে না নির্বাচন কবে হবে, কীভাবে হবে। তাই আমরা চাই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময় ও প্রক্রিয়া ঘোষিত হোক, যেন দেশের মানুষ আশ্বস্ত হতে পারে।”
প্রসঙ্গত, বিএনপি আগেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় জানিয়েছে, কমিশন যদি সময় পায়, তবে তারা জুনের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। এই অবস্থায় ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেই মনে করছে দলটি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব ইতোমধ্যে আমাদের মৌখিকভাবে জানিয়েছেন, তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কাজ করছেন। এবার আমরা চাই একটি লিখিত এবং জনসমক্ষে রোডম্যাপ হোক।”
বাংলাবার্তা/এমএইচ