সংগৃহীত ছবি
শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত 'আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এই আলোচনা সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং বিশ্ববাসী এটা স্বীকারও করেছে।'
তিনি বলেন, 'যদিও কেউ কেউ এটা নিয়ে বড় বড় কথা বলেছে। কিন্তু যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচন হলো আমরা সর্বোচ্চ ভোটে জয়লাভ করলাম। তার অর্থ হলো শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখে।'
ড. মোমেন বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার একের পর এক অর্জন করে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর দূরদর্শিতা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত শক্তিশালী দেশ। তাদের সঙ্গে আমাদের এমনভাবে চলতে হবে, যাতে সম্পর্ক অত্যন্ত উন্নত হয়।
তিনি বলেন, এই তিন দেশ ছাড়াও রাশিয়া, সৌদি আরব, কাতার, জাপান, আরব আমিরাতসহ অনেক দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রয়েছে। প্রত্যেকের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখেছি। আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু বলেই অনেক সুপারিশ দেয়। ভালো সুপারিশ আমরা গ্রহণ করব। সবকিছুতে আমরা ভালো হয়ে গেছি, বিষয়টি সেরকমও নয়।
তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। সে কারণে এখানকার গণতন্ত্র নিয়ে অন্যদের (বিদেশি) বাড়াবাড়ি করার দরকার নেই।