ছবি সংগৃহীত
কিডনি দেহের অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এ ছাড়া কিডনি রক্ত থেকে শরীরের বর্জ্য বের করে দেয়। অন্যদিকে পানি, লবণ এগুলোর ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এতগুলো কাজ যে কিডনি করে আসছে তাকে সুরক্ষা দিতে ইসলামি পবিত্রতার অন্যতম অনুষঙ্গ অজু পালন করে অবিস্মরণীয় ভূমিকা।
হাদিসের গ্রন্থসমূহে রয়েছে, অজু করার পর অবশিষ্ট পানি পান করলে সুস্থ থাকা যায়। এ বিষয়ে ডা. ফারুক আহমদ গবেষণা করে বলেছেন, ‘অজু করার পর অবশিষ্ট পানি পান করার সুফল প্রথমে কিডনি লাভ করে।’ পরিবেশ ও স্বাস্থ্যবিজ্ঞানে মুহাম্মাদ সা. : পৃষ্ঠা ১২২
এ ছাড়া অজুর অবশিষ্ট পানি পান করা হলে অবৈধ সংসর্গের ইচ্ছা মনে জাগে না। শুধু তাই নয়, চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীর ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয়, অজুর অবশিষ্ট পানি পান দ্বারা তাদের এ সমস্যা দূর হয়ে যায়। অজুর অবশিষ্ট পানি পান হৃৎপিণ্ড, কিডনি ও পাকস্থলীর শুষ্কতা দূর করে দেয়।
আল্লাহতায়ালা সবাইকে সুন্নাহ পদ্ধতিতে অজুর মাধ্যমে শারীরিক পবিত্রতা ও মানসিক উৎফুল্লতা দান করুন।
লেখক: তালুকদার জাহিদুল ইসলাম