ছবি: বাংলাবার্তা
দ্বিতীয় হিজরীতে পৃথিবীর শ্রেষ্ঠ নারীর বিয়ে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা (রা.) কে বিয়ে দেন। সৌভাগ্যের এ পরশমণি অর্জনের জন্য হজরত আবু বকর (রা.) বিয়ের প্রস্তাব দেন। তাঁর এ প্রস্তাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন। কোনো উত্তর দেননি আল্লাহর নবী।
হজরত ওমর (রা.) ও এ সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাঁর প্রস্তাবেও মহান আল্লাহর নবী চুপ থাকেন। এক বর্ণনায় এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছি। মহান আল্লাহর নির্দেশেই বিয়ে দেব। হজরত আলী (রা.) হতদরিদ্র এক যুবক। মহর দেওয়ার মতো কিছু নেই। তাকে আবু বকর (রা.) ও ওমর (রা.) মহা এ সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য পরামর্শ দেন। হজরত আলী (রা.) মহান দুই বুজুর্গের পরামর্শে প্রস্তাব দেয়ার সাহস করেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলী (রা.) জান্নাতি নারীদের সর্দার ফাতেমা (রা.) কে বিয়ের প্রস্তাব দেন। মহান আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা (রা.) কে দরিদ্র আলী (রা.) এর কাছে বিয়ে দেন। বিয়ের সময় হজরত আলী (রা.)-এর বয়স ছিল ২১ বছর ৫ মাস এবং হজরত ফাতেমা (রা.)-এর বয়স ছিল ১৫ বছর ৫ মাস।
তাবারানি শরিফে আছে, আলী (রা.)-এর বিয়ের প্রস্তাব পাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মহান আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন, আমি যেন আলীর সাথে ফাতেমার বিয়ে প্রদান করি। -যুরকানি ২/৫
আলী (রা.) বলেন, আল্লাহর কসম ! যখন আমি প্রস্তাব দেওয়ার ইচ্ছা করলাম, তখন মনে এ কথা উদয় হলো, আমার তো কোনো সম্বল নেই। অথচ বিয়ে করতে হলে কিছু না কিছু তো থাকতেই হয়। এত সত্তেও মানবতার নবীর উদারতায় সাহস পাই।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী (রা.)-এর কাছে জানতে চাইলেন, মোহর হিসেবে দেওয়ার মতো তোমার কাছে কী আছে? কিছুই নেই। সহজ স্বীকারোক্তি দিলেন আলী (রা.)। বদর যুদ্ধে তুমি যে লোহার পোশাক পেয়েছো তা কোথায়? তা আছে। তাহলে এটাই মহর হিসেবে দাও। -আল ইসাবাহ
বিয়ে উপলক্ষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী (রা.) কে যেসব তৈজসপত্র উপঢৌকন হিসেবে দিয়েছিলেন, তা হলো- একটি লেপ, চামড়ার গদি যার ভেতরে তুলার পরিবর্তে গাছের ছাল ভর্তি ছিল। দুটি চাকি। একটি ছোট মশক। মাটির তৈরি দুটি ঘটি। -যুরকানি ২/২৬০
আরও পড়ুন : বিয়ের উদ্দেশ্যে প্রেম-ভালোবাসা, ইসলাম কী বলে
বাসর রাত কাটানোর জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ঘরের ব্যবস্থা করতে বললেন আলী (রা.) কে। ফাতেমা (রা.) আলী (রা.) কে হারেছা ইবনে নুমানের ঘর নেওয়ার পরামর্শ দেন। জবাবে আলী (রা.) বললেন, আমার লজ্জা হয়। এ খবর হারেছা ইবনে নুমানের কানে পৌঁছে। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসুল! মহান আল্লাহর কসম! যে ছেড়ে দেবে তার তুলনায় যে এ বাড়িটি নিয়ে নেবে সে কত না প্রিয়ভাজন ব্যক্তি! এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি সত্য বলেছ। মহান আল্লাহ তোমায় বরকত দেন। হারেছা সে বাড়ি ছেড়ে অন্যত্র সরে গেলেন। হজরত আলী (রা.) ফাতেমা (রা.) কে সে বাড়িতে নিয়ে এলেন। -ইবনে সাদ
পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারীর বিয়ে কত সহজ-সরল! বর্তমান সময়ে হচ্ছেটা কী? বিয়ে অনুষ্ঠান আর বিধর্মীদের পূজা-অর্চনার মাঝে তফাৎ করা মুশকিল হয়। এ থেকে পরিত্রাণ সময়ের দাবি।
বাংলাবার্তা/জেডএইচ