ছবি : বাংলাবার্তা
বিশ্ব তাবলীগ জামাতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসমাবেশ বিশ্ব ইজতেমা। ৫৭তম ইজতেমা ময়দানে প্রতিবছরের ন্যায় এবারও যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হজরত ফাতেমা রা. ও জামাতা হযরত আলী রা.-এর বিয়ের দেনমোহর (মহরে ফাতেমী) অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে।
আসরের নামাজের পর শতাধিক যুগলের বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। এই যৌতুকবিহীন বিয়ে ধারাবাহিকভাবে বিশ্ব ইজতেমায় চলে আসছে। এই তথ্য নিশ্চিত করেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের মুফতি জহির ইবনে মুসলিম।
তিনি জানান, শতাধিক যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। প্রতিবছর আশি থেকে একশত ত্রিশ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও সত্তরটি বিয়ে পড়ানো হয়।
আরও পড়ুন : ‘অবিভক্ত বিশ্ব ইজতেমার আবেদন ছিল অনন্য’
ইজতেমায় বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর ছিটিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি, রোববার ফজর পরে হিদায়তী বয়ান করবেন মাওলানা জিয়াউল হক (পাকিস্তান)। দোয়ার আগে নসিহত করবেন মাওলানা ইবরাহিম দেওলা (ভারত)। আখেরি মুনাজাত করবেন মাওলানা জুবায়ের (বাংলাদেশ)।
বাংলাবার্তা/জেডএইচ