ছবি : বাংলাবার্তা
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। ইজতেমাকে ঘিরে দেশ-বিদেশ থেকে মুসল্লিগণ একত্রিত হয়েছেন।
এবার সাদপন্থীদের ২০২৪ বিশ্ব ইজতেমায় যেসব আলেমগণ বয়ান করবেন-
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা শরীফ (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ মনসুর (বাংলাদেশ)। যোহরের পরে বয়ান করবেন মাওলানা হারুন (পাকিস্তান)। বাংলায় তরজমা করবেন মুফতী আজিম উদ্দিন (বাংলাদেশ)। আসরের পরে বয়ান করবেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশ)। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসেম (বাংলাদেশ)
৯ ফেব্রুয়ারি, শুক্রবার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ (বাংলাদেশ)। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ (বাংলাদেশ)। জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে কাহাতানী (আরবি)। বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর (বাংলাদেশ)। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ (বাংলাদেশ)। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসেম (বাংলাদেশ)।
আরও পড়ুন : মাওলানা সাদ কান্ধলভীর বিতর্কিত ১০ বক্তব্য
১০ ফেব্রুয়ারি, শনিবার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম (বাংলাদেশ)। যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ (বাংলাদেশ)। আসরের পরে বয়ান করবেন মাওলানা শায়েখ ওসমান মাদানী (পাকিস্তান)। বাংলায় তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন (বাংলাদেশ)। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইয়াকুব (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ (বাংলাদেশ)।
১১ ফেব্রুয়ারি, রোববার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা মাকসুদ (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ (বাংলাদেশ)। হেদায়েতি বয়ান ও দোয়া করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী (ভারত)।
মহান আল্লাহ বিশ্ব ইজতেমাকে মুসলিম উম্মাহর হেদায়েতের মাধ্যম বানান। আমিন।